পেপাল ডলার যেভাবে উথড্র করবেন

পেপাল ডলার যেভাবে উথড্র করবেন

How to withdraw Paypal dollar in Bangladesh

withdraw your Paypal dollar easily in Bangladesh With Bkash, Nogad, Rocket.

আপনারা সকলেই জানেন পেপাল থেকে বাংলাদেশের কোনো ব্যাংকে সরাসরি ডলার উইথড্র করা যায় না, বাংলাদেশ সরকার খুব শিগ্রই সরাসরি লেনদেনের ব্যবস্থা করে দিবে। তার আগ পর্যন্ত আপনি আপনার দেশের বাহিরে থাকা পরিচিত মানুষের সহযোগিতা নিতে পারেন।

আমাদের অনেকেরই হয়তো এরকম কেউ থাকে না, বা সহযোগিতা করে না।

যেসব বিষয় অবশ্যই খেয়াল রাখবেন…

আপনাকে এরকম হ্যাল্প করার মত কেউ না থাকে তাহলে দেশে অনেকেই ডলার ক্রয় করে থাকে, তাদের কাছে বিক্রি করে দিতে পারেন। এক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে, কেননা এই বিষয়ে অনেক ধোকার সম্ভাবনা রয়েছে, অনেক ওয়েবসাইট আছে যেগুলো ফেইক, আবার অনেকে ডলার নিয়ে আপনাকে টাকা না দিয়ে ব্লক করে দিবে।

নিরাপত্তার জন্য সরাসরি দেখা করে লেনদেন করলে আপনার ঝুকি থাকবে না, তাই যতটুকু সম্ভব সরাসরি লেনদেন করুন।

নির্ভয়ে লেনদেন করার মাধ্যম

আপনার পরিচিত কেউ না থাকলে আপনি সরাসরি এসে আমাদের সাথে লেনদেন করতে পারেন, ঢকায় বা ঢাকার বাহিরে যেকোনো জেলা শহরে আমরা আমাদের লোকজন দিয়ে আপনার সাথে সরাসরি লেনদেন করবো। অথবা এই সাইটে গিয়ে উইথড্র দিয়ে দিতে পারেন Ideabuzz Exchang। ডলার রিসিভ করার ৫ থেকে ১০ মিনিটের মধ্যে আপনি বিকাশ নগদ বা রকেটে টাকা পেয়ে যাবেন। এখনি লেনদেন করতে নিচের লিংকে ক্লিক করুন অথবা আমাদের ফেইসবুক পেইজে মেসেজ করুন।

http://exchange.ideabuzzbd.com/ আমাদের ওয়েবসাইট

https://www.facebook.com/ideabuzzBD আমাদের ফেইসবুক ফেইজ, অথবা নিচের আইকনে ক্লিক করুন।

এ সংক্রান্ত যেকোনো সহযোগিতার জন্য অবশ্যই যোগাযোহ করুন, আমরা সর্বোচ্চ সহযোগিতা করব, ধন্যবাদ।